সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পেয়েছেন গ্যাব্রিয়েল

১২ ঘন্টা আগে
ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগেলহাসের ইনজুরিতে বেশ বড়সড় ধাক্কা খেয়েছে আর্সেনাল। শনিবার (১৫ নভেম্বর) সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছেন এই ব্রাজিলিয়ান। ম্যাচের ৬৪ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন গ্র্যাবিয়েল।

আড়াই বছর আগে সবশেষ দেখায় সেনেগালের বিপক্ষে ৪-২ গোলে হেরেছিল ব্রাজিল। কার্লো আনচেলত্তির অধীনে এবার সেই প্রতিশোধ নিলো সেলেসাওরা। লন্ডনে শনিবার রাতে এস্তেভাও উইলিয়ান ও ক্যাসেমিরোর গোলে সেনেগালকে ২-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। 

 

এ ম্যাচের ৫৯তম মিনিটে মাঠে শুয়ে পড়েন গ্যাব্রিয়েল। ডান ঊরুতে কিছুক্ষণ চিকিৎসা নিলেও খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। পাঁচ মিনিট পর তাকে তুলে নেন কোচ আনচেলত্তি। 

 

আরও পড়ুন: কেইনের মতে, ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন পূরণে গোলের পাশাপাশি দলীয় ট্রফিও প্রয়োজন

 

গ্যাব্রিয়েলের চোটের খবরটা আর্সেনালের জন্য বেশ বড়সড় ধাক্কা। কারণ গানার্সদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তিনি। রক্ষণভাগের বড় ভরসার একজন হয়ে উঠেছেন গ্যাব্রিয়েল। ইংলিশ প্রিমিয়ার লিগে দলটি ১১ ম‍্যাচে কেবল ৫ গোল হজম করেছে। রক্ষণে এত দৃঢ়তা দেখানোয় বড় অবদান আছে গ্যাব্রিয়েলের। 

 

আগামী ২৩ নভেম্বর প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ‍্যাম হটস্পারের মুখোমুখি হবে আর্সেনাল। তার তিন দিন পর চ‍্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠ নামবে তারা। 

 

আরও পড়ুন: রোনালদোকে ছাড়াই সরাসরি বিশ্বকাপ নিশ্চিতের মিশনে পর্তুগাল

 

সেনাগালের বিপক্ষে জয়ের পর গ্যাব্রিয়েলের চোট নিয়ে এক প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। ‘খারাপ? আমি জানি না। সে পেশিতে চোট পেয়েছে।’

 

আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয় সে তার অ্যাডাক্টরে কিছু অনুভব করেছে। কাল তার পরীক্ষা করা হবে। আমরা খুবই দুঃখিত যে সে এমন অনুভব করেছে। দ্রুত তার সুস্থতা কামনা করছি।’

]]>
সম্পূর্ণ পড়ুন