মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলা গেইটের সামনে পরশুরামের সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত ও সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ইমাম হোসেন সজীবের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
সম্প্রতি মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ভাঙনে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ৪১ টি স্থানের বেড়িবাঁধ ভেঙে যায়। বন্যার পানিতে ১১২ টিরও বেশি গ্রাম প্লাবিত হয় ও দেড় লক্ষাধিক মানুষ পানিপন্দি হয়ে পড়ে। ২৪ সালের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতেই বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভে ফুসে ওঠে মানুষ।
আরও পড়ুন: ফেনীতে বন্যায় ৩০০ কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত, ক্ষতি ৯০ কোটি টাকা
মানববন্ধনে বক্তারা- ফেনী জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলীকে অপসারণ ও শাস্তি প্রদান, স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প একনেকে পাস করে বাস্তবায়নের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব প্রদান, প্রতিমাসে ফেনী পাউবো প্রকাশ্যে গণশুনানির মাধ্যমে জনগণকে বাঁধ নির্মাণ ও সংরক্ষণের তথ্য জানানো, বন্যার জন্য দায়ী বাঁধ নির্মাণে সংশ্লিষ্ট ঠিকাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় আনা ও নতুন টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি বাঁধ সংরক্ষণের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন - পশ্চিম অলকায় মূহুরী নদীর বেড়িবাঁধ ভাঙ্গনে ঘর হারা মাসুম চৌধুরী, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, স্বেচ্ছাসেবী সংগঠক শাসুল আলম শাকিল, মো মোস্তফা, কাজী ইউছুফ বাপ্পি, হাকিম আলী জয়, চৌধুরী রাকিব, এনামুল করিম আজাদ, মাওলানা মোহাম্মদ আবু তাহের ভূঁঞা, মো নাঈম,মো ইউনুছ, শাহিদুল আফসার,আবদুল কাদের,আবু হানিফ হেলাল প্রমুখ।