সেনাবাহিনীর দোকানে বিক্রি হচ্ছে ট্রাম্পের পারিবারিক প্রতিষ্ঠানের তৈরি মদ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

২ সপ্তাহ আগে
রাজনীতিতে নামার আগে পুরোদস্তুর একজন ব্যবসায়ী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও কার্যত ব্যবসা ছাড়েননি তিনি। তার পারিবারিক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন বাইবেল, হুডি, কম্বল ও জুতার মতো নানা পণ্য বিক্রি করে আসছে। এবার সেসব পণ্যের সাথে যোগ হয়েছে মদ।

মার্কিন বাণিজ্য সাময়িকী ফোর্বেসের এক প্রতিবেদন মতে, সেনাবাহিনীর শুল্কবিহীন বিপণিতে (মিলিটারি স্টোর) ট্রাম্প ব্র্যান্ডের মদ বিক্রি হচ্ছে। সেই লাভ যাচ্ছে ট্রাম্পের পরিবারের অ্যাকাউন্টে। যে কারণে অভিযোগ উঠেছে, এভাবে বেতন ছাড়াও বাড়তি আর্থিক সুবিধা পাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার পরিবার ক্ষমতার অপব্যবহার করছে বলেও সমালোচনা করছেন বিরোধীরা।

 

প্রতিবেদনে অনুসারে, ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ার সেন্টারভিলে সেনাবাহিনীর জিনিসপত্র কেনার জন্য যে শুল্কহীন দোকানগুলো রয়েছে, সেখানেই বিক্রি হচ্ছে ট্রাম্পের ব্র্যান্ডের মদ ও সিডার। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা ও বিতর্ক। তবে ট্রাম্প প্রশাসন বলছে, এতে কোনো নিয়ম ভঙ্গ হচ্ছে না। এতে প্রেসিডেন্টের কোনো ভূমিকাও নেই।

 

আরও পড়ুন: দ্রুত জনসমর্থন হারাচ্ছেন ট্রাম্প, কেন?

 

যদিও পর্যবেক্ষক সংস্থাগুলো এমন ব্যাখ্যা মানছে না। তারা বলছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে প্রায় নিংড়ে নেয়া হচ্ছে। সরাসরি আইন ভঙ্গ না হলেও আর্থিক সুবিধা নেয়া হচ্ছে। সিটিজেনস ফর রেসপনসিবিলিটি অ্যান্ড এথিকস ইন ওয়াশিংটন (ক্রিউ) মুখপাত্র জর্ডন লিবোউইৎজ বলেছেন, ‘এখানে আইনি বিষয় না থাকলেও নীতির বিষয় জড়িত।’

 

তিনি আরও জানান, সরকার যদি ট্রাম্পের সংস্থার পণ্য পাইকারি হারে কেনে, তা হলে তা আদতে সংবিধানেরই বিরোধিতা করছে। বেতন ছাড়াও প্রেসিডেন্টকে আরও আর্থিক সুবিধা পাইয়ে দিচ্ছে।

 

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ক্ষমতাকে পুঁজি করে সর্বোচ্চ মুনাফা তুলে নেয়া ক্ষেত্রে ট্রাম্পের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান চেষ্টার কোনো ত্রুটি করছে না। গল্ফ মার্কারে প্রেসিডেন্টের সিল ব্যবহার থেকে শুরু করে তার হ য়াইট হাউসে নিজের ছবি সম্বলিত কফি টেবিল বই পর্যন্ত সবই বিক্রি করা হচ্ছে। তাতে সবশেষ যোগ হয়েছে ট্রাম্প ওয়াইন ও সাইডার। 

]]>
সম্পূর্ণ পড়ুন