সেনাবাহিনীর ওপর গুলি, অভিযানে উদ্ধার বন্দুক-বুলেট প্রুফ জ্যাকেট

২ সপ্তাহ আগে
সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও অস্ত্রের মহড়া চলতে থাকায় জননিরাপত্তা হুমকির মুখে পড়ে। এই প্রেক্ষাপটে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী। সেখানে সেনাবাহিনীর ওপর গুলি চালায় সন্ত্রাসীরা।

রোববার (২২ জুন) উপজেলার হাতিয়া গ্রামে সেনাবাহিনীর টহল দল ধাওয়া করলে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী গাদিয়ালা গ্রামে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এক পর্যায়ে আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টাগুলি চালায় ও সন্ত্রাসীদেরকে প্রতিহত করে।

 

পরে তল্লাশি অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর টহল দল ঘটনাস্থল থেকে আবু সাঈদ (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

 

ঘটনাস্থল থেকে তাজউদ্দীন, আমির উদ্দিন, হিরণ মিয়া ও জমির মিয়া নামে চার জনকে গ্রেফতার করা হয়।

 

আরও পড়ুন: মাকে বাড়ি থেকে বের করে দিলেন ছেলেরা, এগিয়ে এলো সেনাবাহিনী

 

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটি একনালা বন্দুক, চারটি পাইপ গান, এক রাউন্ড তাজা গুলি, ছয়টি বুলেট প্রুফ জ্যাকেট এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন: সাভারে সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য আটক

 

সোমবার (২৩ জুন) সকালে গ্রেফতার ব্যক্তি এবং তাদের কাছ থেকে উদ্ধার বিভিন্ন সরঞ্জামাদি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর পাশাপাশি উদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন