সেনাবাহিনীর অভিযান: কোরবানির হাটে অতিরিক্ত ইজারা আদায় বন্ধ

৪ সপ্তাহ আগে
বগুড়ার শাজাহানপুরের নয়মাইল কোরবানির গরুর হাটে অতিরিক্ত ইজারা আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

 ১১ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১১১ পদাতিক ব্রিগেডের ৪০ বীর ইউনিটের ক্যাপ্টেন মাসনূরের নেতৃত্বে একটি সেনা টহল দল বুধবার এ অভিযান পরিচালনা করে।


অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দেখা যায়, ইজারা কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছিলেন। ঘটনাস্থলে সেনা টহল দল তাদের এমন প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করে।

আরও পড়ুন: বগুড়ায় প্রধান ঈদ জামাত সকাল ৮ টায়

সেনা দলের তৎপরতায় সংশ্লিষ্ট ইজারাদাররা অতিরিক্ত আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে ক্রেতাদের ফেরত দেন এবং স্থানীয়দের সঙ্গে প্রতারণা না করার অঙ্গীকার করেন। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ইজারাদারকে ২৫ হাজার টাকা জরিমানা করে।


সেনাবাহিনীর এই সময়োপযোগী পদক্ষেপে কোরবানির হাটে নিয়ম-শৃঙ্খলা নিশ্চিত হয় এবং জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে আসে। স্থানীয়দের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশ পায়।

]]>
সম্পূর্ণ পড়ুন