শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সেনাপ্রধানের হাতে এই পদক তুলে দেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ বাহিনীর প্রধানদের সাক্ষাৎ
এদিন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সশস্ত্র বাহিনীর উন্নয়নে তাদের অবদানের প্রশংসা করেন তিনি।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধ চলাকালে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করেন। এই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রতিবছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ।

২ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·