মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাউয়েলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যকার সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের সাক্ষাৎ
লেফটেন্যান্ট জেনারেল ভাউয়েল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অমূল্য অবদানের জন্য তাদের প্রশংসা করেন, বিশেষ করে তাদের পেশাদারিত্ব ও দায়িত্ববোধের প্রতি। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী যা করছে তা শুধু দেশের স্বার্থে নয়, বরং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এ ছাড়া তিনি ‘এড টু সিভিল পাওয়ার’ অপারেশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব এবং কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন, বিশেষভাবে তাদের মানবিক সহায়তা এবং দেশের জনগণের জন্য তাদের নিবেদিত সেবা প্রসঙ্গে।
এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স, ট্রেসি অ্যান জ্যাকবসনও উপস্থিত ছিলেন, যিনি এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের অংশীদার ছিলেন।