সেঞ্চুরিতে সুখবর পেলেন শান্ত-মুশফিক, লিটন-নাহিদের পতন

২ সপ্তাহ আগে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে সুখবর পেল দক্ষিণ আফ্রিকা। ইংলিশদের পেছনে ফেলে টেস্টের র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠেছে প্রোটিয়ারা। এদিকে গল টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে বড় লাফ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। একই টেস্টে সেঞ্চুরি হাকিয়ে এগিয়েছেন মুশফিকুর রহিম ও শ্রীলঙ্কার পতুম নিশঙ্কাও। অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের প্রথম টেস্টের ফলাফলের প্রভাবও পড়েছে এই সপ্তাহের র‌্যাঙ্কিংয়ে।

বুধবার (২৫ জুন) এ সপ্তাহের হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। টেস্টের নতুন র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় নম্বরে অবস্থান করছে টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী দক্ষিণ আফ্রিকা। ১১৪ পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা ইংল্যান্ড (১১৩) পেছনে ফেলেছে। ফাইনাল হারলেও শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট ১২৩।


টেস্টের ব্যাটারদের র‌্যাঙ্কিংইয়ের সেরা ছয়ে কোনো পরিবর্তন নেই। তবে হেডিংলি টেস্টে জোড়া সেঞ্চুরি করে এক ধাপ এগিয়ে সাতে উঠেছেন রিশভ পন্ত। একই টেস্টে ম্যাচ জেতানো সেঞ্চুরি হাকিয়ে পাঁচ ধাপ এগিয়ে পন্তের ঠিক পেছনে আছেন বেন ডাকেট।


শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস ও পাকিস্তানের সৌদ শাকিল ২ ধাপ করে পিছিয়ে যথাক্রমে ৯ ও ১০ নম্বরে। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি হাঁকানো এইডেন মার্করাম ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এক ধাপ করে পিছিয়ে ১২ ও ১৩ নম্বরে নেমে গেছেন।


আরও পড়ুন: ইংল্যান্ড-ভারত হেডিংলি টেস্টে যত রেকর্ড


হেডিংলি টেস্টের সেঞ্চুরিতে উন্নতি হয়েছে অলি পোপ ও শুভমান গিলেরও। পোপ তিন ধাপ ও গিল পাঁচ ধাপ এগিয়ে যথাক্রমে ১৯ ও ২০ নম্বরে উঠেছেন। জেমি স্মিথ ৮ ধাপ এগিয়ে আছেন ২৭ নম্বরে।


শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বাংলাদেশের দুই সেঞ্চুরিয়ন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর উন্নতি হয়েছে নতুন র‌্যাঙ্কিংয়ে। ১১ ধাপ এগিয়ে মুশফিক ২৮ ও ২১ ধাপ এগিয়ে শান্ত ২৯ নম্বরে উঠেছেন। শ্রীলঙ্কার সেঞ্চুরিয়ন পাতুন নিশঙ্কাও ২১ ধাপ এগিয়েছেন, আছেন ৩১ নম্বরে। সাদমান ইসলাম ৩ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠেছেন। তবে রান পেলেও পিছিয়েছেন লিটন দাস। ৩ ধাপ পিছিয়ে ৪০ নম্বরে আছেন এই উইকেটকিপার। মুমিনুল হক ৫ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫১ নম্বরে। বড় পতন হয়েছে জাকের আলীরও, ১৪ ধাপ পিছিয়ে ৬৯ নম্বরে নেমে গেছেন।


টেস্টের বোলারদের র‌্যাঙ্কিংয়ে বড় কোনো পরিবর্তন নেই। তবে বাংলাদেশের জন্য আছে খারাপ খবর। ৩ ধাপ পিছিয়ে তাইজুল নেমে গেছেন ১৯ নম্বরে। ভারতের রবীন্দ্র জাদেজা ৩ ধাপ ও শ্রীলঙ্কার প্রবাথ জয়াসুরিয়া ৬ ধাপ অবনতিতে যথাক্রমে ১৩ ও ১৫ নম্বরে নেমে গেছেন।


আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত


খারাপ খবর আছে নাহিদ রানার জন্যও। গল টেস্টে উইকেটশূন্য থাকা এই ফাস্ট বোলার ১৫ ধাপ পিছিয়ে ৮২ নম্বরে নেমে গেছেন।  তবে সুখবর পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও হাসান মাহমুদ। মিরাজ এক ধাপ এগিয়ে ২৩ নম্বরে, নাঈম ৬ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে এবং হাসান ৫ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে উঠেছেন। শ্রীলঙ্কার মিলান রত্নায়েকে ১৭ ধাপ এগিয়ে ৬৯ নম্বরে উঠেছেন।  


ভারতের বিপক্ষে দারুণ বোলিংয়ে জশ টাং ১৬ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে, ব্রেয়ডন কার্স ৮ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠেছেন। ভারতের প্রসিধ কৃষ্ণা ২১ ধাপ এগিয়ে ৭২  নম্বরে উঠেছেন।


টেস্টের সেরা অলরাউন্ডারদের সেরা পাঁচে পরিবর্তন একটিই। ৩ ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।  

]]>
সম্পূর্ণ পড়ুন