সেঞ্চুরি হাঁকানোয় বৈভবের জন্য বিহারের মুখ্যমন্ত্রীর অর্থ পুরস্কার ঘোষণা

২ সপ্তাহ আগে
গুজরাট টাইটান্সের বিপক্ষে ইতিহাস গড়া সেঞ্চুরি হাঁকিয়ে প্রশংসায় ভাসছেন বৈভব রাজবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে গতকাল মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিস্ময় জাগিয়েছেন বিহারের ১৪ বছর বয়সী এই কিশোর। স্বীকৃত টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের বিশ্বরেকর্ডের পাশাপাশি ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিয়েছেন বৈভব। তার বিধ্বংসী ব্যাটিংয়ে শচীন টেন্ডুলকারের মতো সর্বকালের সেরা ক্রিকেটারও বিস্ময়ে বিমুঢ় হয়ে গেছেন।

গতকাল গুজরাট আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৯ রান করে বেশ খোশমেজাজেই ছিল। কিন্তু বৈভব রাজবংশী তাদের মুখের সেই হাসি কেড়ে নিয়েছেন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে জবাব দিতে নেমে মাত্র ৭১ বলে ১৬২ রানের জুটি গড়েছেন। আউট হওয়ার আগে মাত্র ৩৮ বলে ১১ ছক্কা ও ৭ চারে খেলেছেন ১০১ রানের অবিশ্বাস্য ইনিংস। তাতে রাজস্থান ম্যাচটা জিতেছে ৮ উইকেট ও ২৫ বল হাতে রেখেই।


রাজ্যের ছেলের ব্যাটিং তাণ্ডব নজর এড়ায়নি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। মঙ্গলবার (২৯ এপ্রিল) টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বৈভবকে প্রশংসায় ভাসিয়েছেন। সেই সঙ্গে বিশেষ পুরস্কারও ঘোষণা করেছেন তিনি।


আরও পড়ুন: ক্রিকেটের জন্য খাসির মাংস ও পিৎজা ছাড়তে হয়েছে বৈভবকে


বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ এক্সে লিখেছেন, 'বিহারের পক্ষ থেকে বৈভব সূর্যবংশীকে অভিনন্দন ও শুভকামনা, , যিনি সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। কঠোর পরিশ্রম এবং প্রতিভা দিয়ে তিনি ভারতের ক্রিকেটের নতুন আশা হিসেবে আবির্ভূত হয়েছেন। তার জন্য সবাই গর্বিত।'


সেই পোস্টে নীতিশ আরও লিখেছেন, '২০২৪ সালে বৈভব ও তার বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল...আইপিএলে তার অসাধারণ নৈপুণ্যের পর আমি তাকে ফোনে অভিনন্দন জানিয়েছি। রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে ১০ লাখ রুপি পুরস্কারও দেয়া হবে। আমি আশাবাদী সে ভবিষ্যতে ভারতীয় দলের হয়ে নতুন নতুন রেকর্ড গড়বে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে।'


রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার সম্রাট চৌধুরীও বৈভব কে অভিনন্দন জানিয়েছেন। তিনি এক্সে লিখেছেন, 'সকল বিহারি বৈভব সূর্যবংশীকে নিয়ে গর্বিত। এনডিএ সরকার অ্যাথলেটদের সঙ্গে প্রতিটি পদক্ষেপেই আছে। তার অসাধারণ নৈপুণ্যের জন্য সিএম নীতিশ কুমার তার জন্য ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছেন।' 
 

]]>
সম্পূর্ণ পড়ুন