রুট ও পন্টিংয়ের চেয়ে বেশি সেঞ্চুরি মাত্র দুজনের। জ্যাক ক্যালিস করেছেন ৪৫টি, শচীন টেন্ডুলকার ৫১টি। সেঞ্চুরির হিসাবে যৌথভাবে তিন নম্বরে থাকলেও টেস্টে রানের হিসাবে রুট রয়েছেন শচীনের পরেই। ১৪ হাজারি ক্লাবে ঢোকার অপেক্ষায় তিনি। নামের পাশে রান এখন ১৩ হাজার ৯৩৭।
রুটের এই সেঞ্চুরিতে কি ম্যাথু হেইডেন খুশি হননি? ১৬ বছর ধরে খেলেও অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করতে না পারা রুটকে নিয়ে এবার বাজি ধরেছিলেন তিনি। বাজিটা ছিল- রুট এবারের অ্যাশেজে সেঞ্চুরি করতে না পারলে হেইডেন মেলবোর্নে বিবস্ত্র হয়ে হাঁটবেন। মাত্র ৩ ইনিংসের মধ্যেই ব্রিসবেনে শতক হাঁকিয়ে হেইডেনের ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণ করেন ইংলিশ ব্যাটার। আজকেরটি চলতি অ্যাশেজে তার দ্বিতীয় সেঞ্চুরি।
আরও পড়ুন: কোমা থেকে ফিরলেন ড্যামিয়েন মার্টিন
৭২ রান নিয়ে দিন শুরু করেছিলেন রুট, ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ২১১। ইংল্যান্ড সব কটি উইকেট হারিয়ে তুলেছে ৩৮৪। রুট সেঞ্চুরিতে পৌঁছান ১৪৬ বলে। তবে তার সতীর্থ হ্যারি ব্রুক পারেননি, আগের দিন ৭৮ রানে অপরাজিত থাকা এ ব্যাটার আউট হন আর ৬ রান করে। রুট ও ব্রুকের মধ্যে জুটি হয় ১৭১ রানের।
বেন স্টোকস ফিরে যান ১১ বলের ডাকে। এরপর জেমি স্মিথ ৪৬ ও উইল জ্যাকস ২৭ রান করে রুটকে সঙ্গ দেন। স্মিথের সঙ্গে রুটের ৯৪ ও জ্যাকসের সঙ্গে ৫২ রানের জুটি হয়। ইংল্যান্ড শেষ ৪টি উইকেট হারায় মাত্র ৯ রানের ব্যবধানে। রুট আউট হন দশম ব্যাটার হিসেবে। ২৪২ বলের ইনিংসটি তিনি সাজান ১৫ চারের মারে। রুট, জ্যাকস ও জশ টাংয়ের উইকেট নেন মাইকেল নেসার, ৬০ রানে তার শিকার ৪ উইকেট। মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড উইকেট পান ২টি করে।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·