সেই স্মৃতি এখনো তাঁকে তাড়া করে ফেরে

১ সপ্তাহে আগে
বন্যার সেই দিনগুলো যেন ছিল প্রকৃতির রোষের এক নির্মম খেলা। জুনের মাঝামাঝি সময়ে টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর হঠাৎ করেই পানি বাড়তে শুরু করে। প্রথমে গ্রামের নিচু এলাকাগুলো ডুবে যেতে থাকে। গ্রামের মানুষ কেউই প্রস্তুত ছিল না এত বড় দুর্যোগের জন্য। সবাই ভেবেছিল গত বছরের মতো একটু পানি উঠবে। কিন্তু এইবার এক দিনে উঠান থেকে বিছানা পর্যন্ত উঠে গেল পানি। মাহমুদা বেগমের ঘরে কোমরপানি পর্যন্ত ছিল।
সম্পূর্ণ পড়ুন