সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভারতের পাঞ্জাবে আদমপুর বিমানঘাঁটি পরিদর্শনে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সেখানে বিমান বাহিনীর সৈন্যদের সঙ্গে সাক্ষাত করেন।
পরে সেনা, নৌ ও বিমান বাহিনী উদ্দেশ্যে বক্তব্য দেন ভারতের প্রধানমন্ত্রী। এসময় পাকিস্তানের হামলা প্রতিহত করার জন্য সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানান মোদি।
তিনি বলেন, ‘প্রত্যেক ভারতীয় আপনাদের জন্য গর্বিত। আপনার ইতিহাস তৈরি করেছেন। আমি আপনাদের আশীর্বাদের জন্য এসেছি। আপনার পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। আমি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে অভিবাদন জানাই।'
আরও পড়ুন: সীমান্তবর্তী ৮ শহরে ভারতীয় দুই এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
এসময় পাকিস্তানের নাম উল্লেখ না করে হুঁশিয়ারি দিয়ে মোদি বলেন,
সন্ত্রাসীরা আমাদের বিরুদ্ধে হামলার সাহস করেছে ... তবে আপনারা তাদের প্রত্যাঘাত করেছেন। আপনারা তাদের সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছেন এবং ১০০ সন্ত্রাসীকে হত্যা করেছেন। আমাদের বিরুদ্ধে যদি আবার হামলা চালায় তারা ধ্বংস হয়ে যাবে, এটা তারা বুঝতে পেরেছে।
এর আগে বিমানঘাঁটি পরিদর্শনের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন মোদি। তিনি লেখেন,
আজ সকালে আমি এএফএস আদমপুর পরিদর্শন করেছি এবং আমাদের সাহসী যোদ্ধা ও সৈনিকদের সাথে সাক্ষাৎ করেছি। যারা সাহস, দৃঢ়প্রতিজ্ঞ ও ভয়হীনতার প্রতীক তাদের কাছে যাওয়াটা একটা বিশেষ অভিজ্ঞতা।
তিনি আরও লেখেন, সশস্ত্র বাহিনী সবসময় দেশের জন্য যা করে তার জন্য ভারত সবসময় তার সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞ।
আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে: মোদির হুঁশিয়ারি
ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার সময় পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের আদমপুর বিমানঘাঁটিতে হামলা এবং এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়ার দাবি করেছিল।
তবে ভারতের সামরিক বাহিনী জানিয়েছে, ওই ঘাঁটিতে আক্রমণের চেষ্টা হয়েছিল, তবে তারা সেটি ভন্ডুল করে দিয়েছে।
]]>