সূর্যবংশীকে প্রশংসায় ভাসালেন নরেন্দ্র মোদি, নেপথ্যে রাজনীতি!

২ সপ্তাহ আগে
আইপিএলে বৈভব সূর্যবংশী পারফরম্যান্স নজর কেড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তারকা ক্রিকেটারদের পর এবার ১৪ বছর বয়সী এই ক্রিকেটারকে প্রশংসায় ভাসিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। আইপিএলে সূর্যবংশীর সেঞ্চুরি দেশটির ক্রীড়াঙ্গনকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন তিনি। তবে বিশ্লেষকদের ধারণা, বিহারের আসন্ন রাজ্য নির্বাচন সামনে রেখে এমন কৌশল সাজিয়েছেন মোদি।

৩৫ বলে সেঞ্চুরি হাকিয়ে আইপিএলের চলতি মৌসুমের সব আলো কেড়ে নিয়েছেন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী। গুজরাটের বিপক্ষে বিধ্বংসী ইনিংসে আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক এখন ১৪ বছর বয়সী এই ব্যাটার। সঙ্গে আইপিএলে ভারতীয় হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটাও তার নামের পাশে।

 

বৈভবের পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। তার প্রশংসায় পঞ্চমুখ তারকা ক্রিকেটাররাও। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও নজরে এসেছেন বৈভব। এবার এই 'বিস্ময় বালকে'র প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রীও। তার এই সেঞ্চুরি দেশটির ক্রীড়াঙ্গনকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন তিনি।

 

নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা সবাই বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স দেখেছি। আইপিএলে অসাধারণ খেলছে। বিহারের ছেলে বৈভব এত অল্প বয়সেও এত বড় রেকর্ড করেছে। অনেক পরিশ্রমের ফসল এটা। বিভিন্ন স্তরে ম্যাচ খেলার অভিজ্ঞতাও এক্ষেত্রে কাজে লেগেছে।’

 

আরও পড়ুন: ধোনির জন্য ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে: গাভাস্কার

 

মোদির মুখে বিহারের ছেলের নাম শুনে স্থানীয়রা আপ্লুত হয়েছেন। তবে বিশ্লেষকদের ধারণা দেশটির বিহার রাজ্যে সামনে নির্বাচন রেখে এমন কৌশল সাজিয়েছেন মোদি। নির্বাচনকে প্রভাবিত করতেই সূর্যবংশীর নাম ব্যবহার করছে ভারতের প্রধানমন্ত্রী।

 

এবারের আসরে বৈভবকে ১ কোটি ১০ লাখ রুপিতে আইপিএলের নিলাম থেকে দলে নিয়েছে রাজস্থান। সাঞ্জু স্যামসনের চোটে সুযোগ আসে ওপেনিংয়ে। সেখান থেকেই রাজস্থানের হয়ে চমক দেখাচ্ছেন বৈভব।

 

আরও পড়ুন: আইপিএলের প্লে-অফের পথে কারা এগিয়ে, কারা পিছিয়ে

]]>
সম্পূর্ণ পড়ুন