সুহানার মা দীপিকা নয়, তালিকায় রানি মুখার্জির নাম!

১০ ঘন্টা আগে
বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে দীপিকা পাড়ুকোন একজন। কন্যা সন্তান হওয়ার পর কিছুদিন বিরতি নিয়েছিলেন। তবে ছুটির ঘন্টা শেষ হলো তার। আবার কাজে ফিরছেন তিনি। তবে অনবদ্য এক চরিত্র নিয়ে হাজির হচ্ছেন এই বলি নায়িকা। শাহরুখের ‘কিং’ ছবি দিয়ে প্রত্যাবর্তন হচ্ছে তার। শোনা গিয়েছিল শাহরুখকন্যা সুহানার মা হয়ে হাজির হবেন দীপিকা। সেই তালিকায় যুক্ত হলো রানি মুখার্জিও।

দীপিকা পাড়ুকোন এবার হতে চলেছেন শাহরুখের মেয়ে সুহানা খানের মা। তবে তা বাস্তবে নয়। দেখা যাবে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’-এ। এমনটাই শোনা যাচ্ছিল, তবে রানি মুখার্জির আগমনে সেই পট পরিবর্তন হওয়ার কথা শোনা যাচ্ছে।


ছবিতে থাকছেও বেশ কিছু চমক। যেমন থাকছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও শাহরুখ কন্যা সুহানা। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, এই ছবিতে শাহরুখের প্রেমিকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে আর সুহানা থাকবেন দীপিকার মেয়ের চরিত্রে।

 

আরও পড়ুন: ভিলেন হয়েও যারা দর্শকের মন জয় করেছেন


এবার দীপিকার পাশে নাম উঠল ভারতের নন্দিত অভিনেত্রী রানি মুখার্জির। অর্থাৎ, ছবিতে দীপিকার পাশাপাশি দেখা যাবে রানি মুখার্জিকে। এও শোনা যাচ্ছে, দীপিকার বদলে সুহানার মা হতে পারেন রানি।

বলিউডের একটি সূত্র অনুযায়ী ভারতীয় গণমাধ্যমেই এসেছে এমন খবর। তবে এই খবর রটে গেলেও, কিং ছবির টিমের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


এদিকে বরাবরই চমক দিতে ভালোবাসেন শাহরুখ খান। আর সেই চমক থাকে যেন একেবারে বাদশাহী কায়দায়। এই যেমন, চুল বাড়িয়ে, এক মুখ দাঁড়ি রেখে ‘কিং’ অবতার! এমনকী, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’র পর ফের ব্লকবাস্টার শাহরুখ এখন একেবারে লড়াকু।

 

আরও পড়ুন: প্রেম ভাঙলে কী করা উচিত, পরামর্শ দিলেন সালমান খান


এই মুহূর্তে পুরোদমে চলছে ছবির প্রি প্রোডাকশন। সম্ভবত পরের মাস থেকেই শ্যুটিং ফ্লোরে আসতে চলেছে এই ছবি। সব ঠিকঠাক থাকলে ২০২৬-এই মুক্তি পাবে শাহরুখ-সুহানা অভিনীত ‘কিং’।

]]>
সম্পূর্ণ পড়ুন