বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে পৌর শহরের সাটিরপাড়ার রজনীগন্ধা চত্বরে বিএনপির এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খায়রুল কবির খোকন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ তাহমিদসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘জুলাই-আগস্টের এই বিজয় চূড়ান্ত নয়, এটি নতুন একটি স্বাধীনতার সূচনা।’
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা।
আরও পড়ুন: ক্রীড়াঙ্গনকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছিল স্বৈরাচার সরকার: খোকন
ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম.এস.এস হাসান আল জামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ও সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. নরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, হারুন-অর-রশিদ, এ.কে.এম গোলাম কবির কামাল (সাবেক জি.এস), ফারুক উদ্দিন ভূঁইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ (সাবেক এ.জি.এস), ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন চৌধুরী সুমন (সাবেক এ.জি.এস), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়া ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি প্রমুখ।
]]>