রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল-বিকেল দুই দফায় সংলাপ অনুষ্ঠিত হবে।
কমিশন সূত্র জানায়, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টায় বৈঠক হবে সুশীল সমাজের ২৬ প্রতিনিধির সঙ্গে। আর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৭ জন শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ।
আরও পড়ুন: নির্বাচন পর্যবেক্ষকের প্রাথমিক তালিকায় ৭৩ সংস্থা
সংলাপ লাইভ প্রচার হবে ইসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
এদিকে পূজার ছুটি শেষ হলে অক্টোবরে নারী নেত্রী, জুলাইযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে কাজ করছে নিবার্চন কমিশন। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে।
]]>