৩৩৪ বলে ৩৬৭ রান, ৪৯টি চার ও ৪। উইয়ান মুল্ডার লারার গড়া টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভাঙতে পারবেন কি–না তা নিয়ে ততক্ষণে আলোচনা শুরু হয়ে গেছে। কিন্তু লাঞ্চ ব্রেক থেকে ফিরে সবাইকে বিস্ময়ে হতবাক করে ইনিংস ঘোষণা করলেন খোদ মুল্ডার, রেকর্ড থেকে মাত্র ৩৪ রান দূরে থাকতে।
মুল্ডার অবশ্য রেকর্ডবুকে নাম লিখিয়েছেন আগেই। অধিনায়কত্বের অভিষেকে ট্রিপল সেঞ্চুরি হাঁকানো প্রথম খেলোয়াড় হয়েছেন। মাত্র ২৯৭ বলে হাঁকানো ট্রিপল সেঞ্চুরিটা টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম।
মুল্ডার ট্রিপল সেঞ্চুরি হাঁকানো দ্বিতীয় প্রোটিয়া। তার আগে এই কীর্তি ছিল শুধু হাশিম আমলার।
আরও পড়ুন: এমএলসি থেকে ছিটকে গেলেন রউফ, বাদ পড়তে পারেন বাংলাদেশ সিরিজ থেকেও
মুল্ডার শেষ পর্যন্ত গ্যারি সোবার্সকে পেছনে ফেলে খুশি থাকলেন। টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড এখন মুল্ডারের। সোবার্সের ৩৬৫ রানের ইনিংসকে পেছনে ফেলেছেন এই প্রোটিয়া।
মুল্ডার তার ইনিংসটি গড়েছেন ৪৯ চার ও ৪ ছক্কায়। টেস্টে এক ইনিংসে এর চেয়ে বেশি বাউন্ডারি মারার ঘটনা আছে আর একটিই। ১৯৬৫ সালে লিডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জন এডরিখ ৩১০ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ৫২টি চার ও ৫টি ছক্কা মেরেছিলেন।
অধিনায়কের ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করেছে ৫ উইকেটে ৬২৬ রান করে। জবাব দিতে নেমে জিম্বাবুয়ে ১৮ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে।