ঢাকার ছুড়ে দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ৫৪ রান যোগ হতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে রাজশাহী। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফেরেন মাত্র ৬ রান করে। হাবিবুর রহমান সোহান আউট হয়ে যান ১৪ বলে ২৩ রান করে। ২৩ বলে ২০ রান এসেছে সাব্বির হোসেনের ব্যাট থেকে। এরপর রাজশাহীর হয়ে ২৯ বলে ৩১ রান করেছেন মেহরব হোসেন।
আরও পড়ুন: এক ম্যাচ খেলেই এনসিএল শেষ মাহমুদউল্লাহ’র
বাকি ব্যাটারদের কেউই বলার মতো রান করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রানে থামে তাদের ইনিংস। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন নাজমুল ইসলাম অপু। ২টি করে উইকেট নিয়েছেন তাইবুর রহমান ও সুমন খান। ১টি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন ও রিপন মন্ডল।
এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই বড় সংগ্রহের ভিত গড়ে দেন আশিকুর রহমান ও রায়ান রাফসান। উদ্বোধনী জুটিতে ৩৫ বলে ৫০ রান যোগ করেন এই দুই ব্যাটার। ১৮ বলে ২২ রান করেন আশিকুর। রায়ান ফিরেছেন ৩০ বলে ৩২ রান করে। এ দুজনের বিদায়ের পর অধিনায়ক অঙ্কন ছাড়া আর কেউই উইকেটে থিতু হতে পারেননি।
আরও পড়ুন: এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রবেশ করতে যাচ্ছে সৌদি আরব
৪ ছক্কায় ২০ বলে ৩৫ রান করেছেন অঙ্কন। এ ছাড়া শেষ দিকে ৫ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন সুমন। রাজশাহীর হয়ে ২টি করে উইকেট নেন আসাদুজ্জামান পায়েল ও সাব্বির। আর একটি করে উইকেট নেন বাকি চার বোলার তাইজুল ইসলাম, মেহরব, নিহাদুজ্জামান ও নাহিদ রানা। ব্যাট হাতে ১৫ রানের অপরাজিত ইনিংস আর বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সুমন।
]]>