শনিবার (১ নভেম্বর) বিচার বিভাগ পৃথকীকরণ দিবস উদ্যাপন উপলক্ষে ধানমন্ডির একটি রেস্তোরাঁয় আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
বিচারকদের নৈতিকতা ও সততার ওপর বিশেষ গুরুত্বারোপ করে আইন উপদেষ্টা বলেন, ‘বিচারকের পদে থেকে যারা নিজের স্বার্থে ও সুবিধা নিতে অন্যায় করে, তারা মানুষ নয়। এমন অন্যায় করো না।’
তিনি বিচারকদের প্রতি বিচারিক প্রক্রিয়া ও সিদ্ধান্তের ক্ষেত্রে ব্যক্তিগত সুবিধা লাভের মানসিকতা পরিহার করার কড়া আহ্বান জানান।
আরও পড়ুন: আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
বিচার বিভাগের সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন ড. আসিফ নজরুল। তিনি জোর দিয়ে বলেন, ‘যেসব সংস্কার করা হয়েছে, সেগুলোকে এগিয়ে নিতে হবে।’
তিনি সংশ্লিষ্ট সবাইকে উদ্দেশ্য করে বলেন, ‘আইনগত সংস্কারগুলোকে আন্তরিকভাবে গ্রহণ করতে হবে।’

২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·