‘সুপারম্যান’র নতুন সিক্যুয়াল ‘ম্যান অফ টুমোরো’ আসছে...

৩ সপ্তাহ আগে
হলিউডের সুপার হিরোদের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘সুপারম্যান’। বিশ্বে সাড়া জাগানো কাল্পনিক এ কমিক চরিত্র আবারও দেখা যাবে রুপালি পর্দায়। জনপ্রিয় এ সিনেমার নতুন সিক্যুয়ালের নাম ‘ম্যান অফ টুমোরো’। এমন ঘোষণাই দিয়েছেন হলিউডের লেখক-পরিচালক জেমস গান।

নিউইয়র্কের সাপ্তাহিক ম্যাগাজিন ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায়, ডিসি স্টুডিওর সভাপতি এবং হলিউডের লেখক-পরিচালক জেমস গান সিনেপ্রেমীদের এ সুখবর দিয়েছেন এক্স হ্যান্ডেলে।

 

বুধবার (৩ সেপ্টেম্বর) জেমস গান তার এক্স হ্যান্ডেলে লেখেন,

‘ম্যান অফ টুমোরো’ নামে একটি নতুন সিনেমা আসছে। এটি ২০২৭ সালে ৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

এ ঘোষণার সাথে জেমস একটি ছবিও জুড়ে দেন। ছবিতে দেখা যাচ্ছে, বিশেষ পোশাক পরা লেক্স লুথরের পাশে সুপারম্যান দাঁড়িয়ে আছেন। তাই ধারণা করা হচ্ছে, ম্যান অব স্টিলের জন্য সুপারম্যানের প্রতি লুথরের বিদ্বেষ তুলে ধরা হবে সিক্যুয়ালে। 

 

জেমসের প্রথম ‘সুপারম্যান’ সিনেমায় দেখানো হয়েছিল, সুপারম্যানকে পরাজিত করতে লুথর সুপারম্যানেরই ক্লোন ব্যবহার করেন। কিন্তু তার পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হয় সিনেমায়।

 

আরও পড়ুন: দেশে আসছে লোমহর্ষক সিনেমা ‘দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস’

 

এবারও নতুন সিক্যুয়ালে সুপারম্যানকে পরাজিত করতে, তার শক্তি এবং ক্ষমতার সাথে পাল্লা দিতে লুথরকে দেখা যাবে। এর জন্য লুথর তৈরি করবেন বিশেষ এক স্যুট। যা দিয়ে সুপারম্যানকে পরাস্ত করতে চাইবেন তিনি। টানটান উত্তেজনার এ পর্ব দেখতে তাই মুখিয়ে রয়েছেন দর্শক।

 

আরও পড়ুন: ওটিটিতে আসছে ‘প্রিন্সেস ডায়ানা’

]]>
সম্পূর্ণ পড়ুন