সুপার ফোরে বাংলাদেশের ম্যাচ কবে, কখন

৩ সপ্তাহ আগে
আফগানিস্তানের হারে কপাল খুলল বাংলাদেশের। ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কার সঙ্গী হয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে লাল সবুজরা। ফাইনাল নিশ্চিতের মিশনে এ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে টাইগাররা।

সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে আগামী শনিবার (২০ সেপ্টেম্বর)। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। গ্রুপপর্বের ম্যাচে দলটির বিপক্ষে বাজেভাবে হেরেছিল লিটন দাসের দল। যার কারণে শঙ্কায় পড়েছিল সুপার ফোরের ভবিষ্যতও। এবার সে প্রতিশোধ তুলে নেয়ার সুযোগ পাচ্ছে লাল সবুজরা।

 

এদিকে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। এ দুই দলের বিপক্ষেও খেলবে টাইগাররা। বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে  ২৪ সেপ্টেম্বর, তার পরদিনই আবার মুখোমুখি হতে হবে পাকিস্তানের। দুটি ম্যাচই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

 

                                                          একনজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি:

তারিখ  প্রতিপক্ষ ভেন্যু সময়
২০ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা দুবাই রাত ৮:৩০
২৪ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত দুবাই রাত ৮:৩০
২৫ সেপ্টেম্বর বাংলাদেশ-পাকিস্তান দুবাই রাত ৮:৩০

এ পর্বে চার দলের মধ্যে সেরা দুইয়ে থাকতে পারলে ফাইনালের টিকিট পাবে বাংলাদেশ। ফলে সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। শিরোপার মিশনে থাকতে জিততে হবে কমপক্ষে দুটি ম্যাচ।

 

আরও পড়ুন: বাবা হারালেন এবাদত হোসেন

 

এর আগে গ্রুপপর্বের ম্যাচে হংকং ও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে পা রেখেছিল বাংলাদেশ।

]]>
সম্পূর্ণ পড়ুন