হংকংয়ের হারে জমে উঠেছে গ্রুপ 'বি'র সমীকরণ। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। ১টি করে জয়ে সমান ২ পয়েন্ট হলেও রানরেটে বিশাল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আফগানিস্তান, তিনে বাংলাদেশ। টাইগাররা ম্যাচও খেলেছে একটা বেশি। ৩ হারে হংকংয়ের বিদায় নিশ্চিত হয়ে গেছে।
আফগানিস্তানের বিপক্ষে আজ হেরে গেলেই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে বাংলাদেশ। অন্যদিকে আফগানরা সুপার ফোরে উঠবে লঙ্কানদের নিয়ে। কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও বিদায়ের শঙ্কাই বেশি টাইগারদের, এর জন্য দায়ী নেতিবাচক রানরেট (-০.৬৫০)। একমাত্র শ্রীলঙ্কার কাছে আফগানরা খুব বাজেভাবে হারলেই সে ক্ষেত্রে সুযোগ আসবে বাংলাদেশের সামনে।
আরও পড়ুন: বাংলাদেশ এশিয়া কাপ জেতেনি, বিশ্বাসই হয় না আফগানিস্তানের কোচের
গ্রুপ 'এ' পয়েন্টস টেবিল:
দল | ম্যাচ সংখ্যা | জয় | হার | টাই/ড্র/পরিত্যক্ত | পয়েন্ট | নিট রানরেট | |
ভারত | ২ | ২ | ০ | - | ৪ | ৪.৭৯৩ | |
পাকিস্তান | ২ | ১ | ১ | - | ২ | ১.৬৪৯ | |
সংযুক্ত আরব আমিরাত | ২ | ১ | ১ | - | ২ | -২.০৩০ | |
ওমান | ২ | ০ | ০ | - | ০ | -৩.৩৭৫ |
গ্রুপ 'বি'র পয়েন্টস টেবিল:
দল | ম্যাচ সংখ্যা | জয় | হার | টাই/ড্র/পরিত্যক্ত | পয়েন্ট | নিট রানরেট |
শ্রীলঙ্কা | ২ | ২ | - | - | ৪ | ১.৫৪৬ |
আফগানিস্তান | ১ | ১ | - | - | ২ | ৪.৭০০ |
বাংলাদেশ | ২ | ১ | ১ | - | ২ | -০.৬৫০ |
হংকং | ৩ | ০ | ৩ | - | ০ | -২.১৫১ |
আজ যদি বাংলাদেশ জয়ও পায়, তবুও অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা যদি জয় পায়, তবে সুপার ফোরে তাদের সঙ্গী হবে বাংলাদেশ আর বাদ পড়বে আফগানিস্তান। কিন্তু আফগানরা যদি জিতে যায়, তবে তিন দলেরই পয়েন্ট সমান হবে। তখন সামনে আসবে রানরেটের হিসাব। সেখানে এই মুহূর্তে বিশাল ব্যবধানে পিছিয়ে টাইগাররা।