সুন্দরবনে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

৩ সপ্তাহ আগে
সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র ও গোলাবারুদ সরবরাহকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আটক ব্যক্তির নাম আব্দুর রহিম (৩২)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে কোস্টগার্ডের এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটক আব্দুর রহিমের বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা এলাকায়।


কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় করিম শরীফ বাহিনীর সহযোগী নন্দবালা খাল এলাকা হয়ে সুন্দরবনে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে প্রবেশ করবে। পরে মোংলা কোস্টগার্ড বেইসের সদস্যরা সকাল ৬টার দিকে ওই এলাকায় অভিযান চালায়।


আরও পড়ুন: সুন্দরবন থেকে ডাকাত বাহিনীর প্রধানসহ গ্রেফতার ৪


অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম জানিয়েছে, দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছে।


কোস্টগার্ড জানায়, জব্দ অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন