সুন্দর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে, ব্যতিক্রম ঘটার কারণ নেই: পাপিয়া

১ সপ্তাহে আগে
বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বলেছেন, একটি সুন্দর, সাবলীল ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে গোটা বাংলাদেশে পূজা উদযাপিত হচ্ছে। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কামারপাড়া সার্বজনীন দুর্গামন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

 

আশিফা আশরাফি পাপিয়া বলেন, ‘আমরা বিভিন্ন ধর্ম, বর্ণ, সংগঠনের মানুষ একসঙ্গে শান্তিতে সহাবস্থান করেই সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশে বসবাস করব। এটাই আমাদের প্রত্যাশা, আকাঙ্ক্ষা এবং সদিচ্ছা। অতএব, এখানে ব্যতিক্রম কিছু ঘটার কোনো কারণ নেই।’

 

এসময় তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান থাকার পরও পূজা উদযাপনে আকস্মিকভাবে কোথাও কিছু ঘটলে আমাদের জানালে, তাৎক্ষণিকভাবে যতটুকু ভূমিকা পালনের প্রয়োজন, বিএনপির নেতাকর্মীরা তা অবশ্যই করবে।’

 

আরও পড়ুন: বিএনপিকে ভারতে পাঠাতে চাইলে নিজেদের কবর রচনা করবেন, এনসিপিকে পাপিয়া

 

পরে দলের পক্ষ থেকে তিনি সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

এর আগে বিএনপি নেত্রী পাপিয়া নাচোল উপজেলায় এবং রাতে গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি প্রতিটি মন্দিরের দায়িত্বশীলদের হাতে উপহার তুলে দেন।

 

পূজামণ্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সামিউল হক রঞ্জু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সামিউল হক পলাশ, চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সৈয়দ আশিকুজ্জামান রনি, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ চাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন