সুনামগঞ্জের সংবাদকর্মীদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়

২ সপ্তাহ আগে
সুনামগঞ্জে জেলার সংবাদকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে সেনাবাহিনী।

বুধবার (১৮ জুন) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ সেনাক্যাম্পে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মের ৩০ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ ও ছাতক সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সালেহ আল হেলাল। তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য পারস্পরিক পরিচিতি, বোঝাপড়া এবং জেলার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা জোরদার করা।


তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পেশাদার, নিরপেক্ষ ও সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ একটি বাহিনী। দেশের সংকটময় সময় কিংবা রাষ্ট্র কর্তৃক অর্পিত যে কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সেনাবাহিনী অতীতেও নিষ্ঠার সাথে কাজ করেছে এবং বর্তমানেও দেশের সার্বিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন: দুর্নীতি বন্ধে সুশাসন প্রতিষ্ঠা জরুরি, সেমিনারে বক্তারা

সাম্প্রতিক সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা নিয়ে তিনি বলেন, এ প্রেক্ষাপটে গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম, যার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ এবং সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিরপেক্ষ তথ্য উপস্থাপন এবং জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সেনাবাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়।


উপস্থিত গণমাধ্যমকর্মীরা সেনাবাহিনীর এ সৌহার্দপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এ সম্পর্ক শান্তিগঞ্জ ও বৃহত্তর সুনামগঞ্জের স্থিতিশীলতা ও অগ্রগতিতে একটি অগ্রণী ভূমিকা পারন করবে বলে সবাই অভিমত ব্যক্ত করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন