বুধবার (১২ নভেম্বর) বিকেলে চাচাতো দুই ভাই রহিম উদ্দিন (৮) ও মোহাম্মদ আলী (৯) বাড়ির আঙিনায় ছোট সাইকেল চালিয়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে বাইসাইকেল চালিয়ে দুই ভাই দেড় কিলোমিটার দূরে পুকুর পাড়ে গিয়ে পানিতে পড়ে যায়। এসময় সাইকেলটি পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে লোকজনের সন্দেহ হলে স্বজনরা পুকুরে জাল ফেলে তাদের লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বিলে পদ্মফুল তুলতে গিয়ে একসঙ্গে ৪ চাচাতো বোনের মৃত্যু
মেডিকেল অফিসার মেহেদি হাসান বলেন, পুকুরের পানিতে ডুবে শিশু দুইজন মারা যায়। হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন স্বজনরা। মৃতরা হলো- দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে রাহিম (৭) এবং মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ (৮)। তারা দুইজনই পাশাপাশি বাড়ির বাসিন্দা ও পরস্পরের চাচা ভাই। কুশিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
মৃত শিশুদের স্বজন তাহির আলী জানান, বুধবার বিকেলে রাহিম ও মোহাম্মদ বাড়ির পাশে বাইসাইকেল নিয়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা বাড়ির অদূরে পাশের পুকুরে পড়ে যায়।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান, বাইসাইকেল চালিয়ে পুকুরের পানিতে পড়ে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।

২ সপ্তাহ আগে
৬






Bengali (BD) ·
English (US) ·