শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের দিগলবন্দ গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল আউয়াল কালারুকা ইউনিয়নের দিগলবন্দ গ্রামের মৃত তাহির আলীর ছেলে ও কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এদিকে পুলিশ জানায় সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সুনামগঞ্জ সদর ও ছাতক থানা পুলিশের যৌথ অভিযানে আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়ালকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম গ্রেফতার
এ সময় ছাতক থানার এস আই আব্দুস সাত্তার জানান, আসামি আব্দুল আউয়ালকে গ্রেফতারের পর তাকে সুনামগঞ্জ সদর থানায় নেয়া হয়। পরে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।