মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মুজিবর গাজী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের মৃত আহাদ আলী গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে অমল সরকার মুজিবর গাজীর কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে ধার নেন। সুদ-আসলে টাকা পরিশোধের পরও সম্প্রতি মুজিবর আরও ৯০ হাজার টাকা দাবি করলে বিষয়টি নিয়ে বিরোধ শুরু হয়। এর জের ধরে গত রোববার সকালে শ্যামনগরের সোনার মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মুজিবর গাজী ও অমল সরকারসহ ৬ জন আহত হন।
আরও পড়ুন: সাতক্ষীরায় যুবদল নেতা হত্যা মামলায় গ্রেফতার স্ত্রী-শ্যালক
আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে মুজিবর ও অমল সরকারকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার মুজিবর মারা যান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের পক্ষ থেকে দুটি মামলা হয়েছে। মুজিবরের মৃত্যুতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
]]>