সুখবর দিলেন মাহিরা ও ওয়াহাজ

২ সপ্তাহ আগে
আসন্ন ঈদুল আজহার আগেই সুখবর দিলেন পাকিস্তানের জনপ্রিয় তারকা মাহিরা খান ও ওয়াহাজ আলী। খুব শিগগিরই একসঙ্গে দুটি প্রজেক্টে জুটি গড়ছেন এ দুই সেলিব্রেটি।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদন থেকে জানা যায়, আসন্ন ঈদের আয়োজনে স্পেশ্যাল টেলিফিল্মে একসঙ্গে জুটি হিসেবে অভিনয় করছেন মাহিরা ও ওয়াহাজ। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সুখবর ভাগ করে নিয়েছেন তারা।

 

নতুন টেলিফিল্মের নাম এখনও জানা যায়নি। তবে জানা গেছে, পাকিস্তানের জনপ্রিয় টিভি চ্যানেল ‘হাম টিভি’তে প্রচারিত হতে যাচ্ছে আলোচিত টিলিফিল্মটি। আগামী ৭ জুন ঈদুল আজহায় প্রচারিত হবে এটি।

 

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ ‘দ্য ডিপ্লোম্যাট’, মুখ খুললেন জন আব্রাহাম

 

বর্তমানে টেলিফিল্মটির শুটিংয়ের কাজ পুরোদমে চলছে। পাকিস্তানের খ্যাতিমান স্ক্রিনরাইটার ফরহাদ ইশতিয়াক কাহিনিতে এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন শেহজাদ কাশ্মিরি।

 

আরও পড়ুন: মালাইকা অরোরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

 

এখানেই শেষ নয়। ঈদ আনন্দ আয়োজনের পর একটি নাটকেও একসঙ্গে জুটি গড়বেন তারা। গ্রিন এন্টারটেইনমেন্ট প্রযোজিত নতুন নাটকটির নাম ‘মিট্টি দে বাওয়া’। ঈদুল আজহার পর এ নাটকের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন