সীমান্তে মানবিকসেবায় ৩৪ বিজিবি: চিকিৎসা ও উপহার বিতরণ

১ সপ্তাহে আগে
সীমান্তে বসবাসরত অসহায়, গরিব ও দুস্থ মানুষের সেবায় মানবিক কার্যক্রম পরিচালনা করেছে কক্সবাজারস্থ ৩৪ বিজিবি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনব্যাপি ৩৪ বিজিরি আওতাধীন সীমান্ত এলাকার রেজুপাড়ায় এ বিশেষ কর্মসূচি চলে।


যেখানে ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ দেয়া হয়। এছাড়াও স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করা হয়।


কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম কর্মসূচিতে উপস্থিত হয়ে সীমান্ত এলাকার মানুষের সঙ্গে কথা-বার্তা বলেন এবং আর্থিক অনুদানের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

আরও পড়ুন: সুপারির সোনালি রঙে রঙিন উখিয়া-টেকনাফ

এসময় সাংবাদিকদের ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিজিবি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই বিজিবি তাদের সাধ্যের মধ্যে নানা কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প।’

অধিনায়ক আরও বলেন, ‘বিজিবির এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন