নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, কিয়ানি ও মন্ডল সেক্টরে ভারতীয় বাহিনী সীমান্ত পার করে গুলি চালায় এবং ছোট অস্ত্রের ব্যবহার করে।
তবে পাকিস্তান সেনাবাহিনী এর ‘তীব্র প্রতিশোধ’ নিয়েছে এবং ভারতীয় বাহিনীকে ‘উপযুক্ত জবাব’ দিয়েছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের।
তাদের আরও দাবি, ইতোমধ্যে পাকিস্তান সেনাবাহিনীর কার্যকর জবাবের কারণে বেশ কয়েকটি ভারতীয় পোস্ট ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: মোদির সমালোচনা, জেল থেকেই ইমরান খানের দৃঢ় বার্তা
এর আগে পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খেয়ে ভারতীয় যুদ্ধবিমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। সে সময় অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে টহলরত ছিল ভারতীয় বিমানগুলো। বুধবার (৩০ এপ্রিল) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি নিউজ জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) চারটি রাফায়েল যুদ্ধবিমানকে অধিকৃত কাশ্মীরে ‘টহল’ দিতে দেখা গেছে। এরপর পিএএফের বিমানগুলো তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধবিমানগুলো দেখতে পায়।
পিএএফের কঠোর পদক্ষেপের ফলে, ভারতীয় রাফায়েল জেটগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: ‘পারমাণবিক’ শক্তিধর পাকিস্তানে আক্রমণ এত সহজ নয়: মরিয়ম
নিরাপত্তা কর্মকর্তারা আরও জানান, পিএএফ জেটগুলো তাদের টহল দেয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধবিমানগুলোকে সনাক্ত করে, যার ফলে রাফায়েল জেটগুলো তাড়াহুড়ো করে পিছু হটে যায়।
]]>