সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

১ সপ্তাহে আগে
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৫ জন বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার হাকিমপুর সীমান্ত এলাকা থেকে আটক করা হয় খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন উপজেলার এসব বাসিন্দাকে। (বুধবার) বিকেল ৬টার দিকে তলুইগাছা সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।


হস্তান্তর হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন খুলনার কয়রা উপজেলার ফজিলা খাতুন (৪৭), তার ভাই মিলন, ডুমুরিয়া উপজেলার সাহসজয়খালীর সবুজ মোড়ল, রেশমা খাতুন, রাজিয়া খাতুন, কয়রার মান্দারবাড়িয়া গ্রামের জাফারুল ইসলাম, তার স্ত্রী রহিমা খাতুন, ছেলে জামশেদ আলী, কন্যা জীম সুলতানা, কয়রার এলেম সরদার, তার স্ত্রী আকলিমা, কন্যা আছিয়া খাতুন এবং মহারাজপুর গ্রামের আহসান হাবিব খোকন, তার স্ত্রী মোছা. রওশন আরা বেগম ও ছেলে সোহান গাজী।


বিজিবি সূত্রে জানা গেছে, আজ বিকেলে ভারতের আমুদিয়া কোম্পানির বিএসএফ কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমারের নেতৃত্বে এবং বাংলাদেশের সাতক্ষীরা ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েক সুবেদার আবুল কাসেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।


আরও পড়ুন: পতাকা বৈঠকের মাধ্যমে ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ


সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক প্রথম আলোকে বলেন, 'হস্তান্তরপ্রাপ্ত বাংলাদেশিদের আমরা সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে থানায় নিয়েছি। পরিচয় যাচাই–বাছাই শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

]]>
সম্পূর্ণ পড়ুন