মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দর্শনা ছয়ঘড়িয়া তিনমাথা এলাকা থেকে ওই স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়া হয়। উদ্ধার স্বর্ণের বারের ওজন এক কেজি ১৬২ গ্রাম; যার বাজার মূল্য এক কোটি ৭২ লাখ টাকা।
এ ঘটনায় আটকরা হলেন: দর্শনা নাস্তিপুর গ্রামের আশরাফ আলী ছেলে আব্দুল মমিন (৪৯) ও একই এলাকার মৃত খোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ (৪৭)।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী জানান, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বাংলাদেশ থেকে অবৈধভাবে দর্শনা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে। ব্যাটালিয়নের একটি দল দর্শনা ছয়ঘড়িয়া তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেলে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিলেন।
আরও পড়ুন: যশোরে ৫টি স্বর্ণের বারসহ যুবক আটক
বিজিবি টহল দল মোটরসাইকেল চালককে দাঁড়ানোর জন্য সিগনাল দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এ সময় ধাওয়া করে তাদের আটক করা হয়। আব্দুল মমিনের কোমরে লুকিয়ে রাখা অবস্থায় একটি পোটলা উদ্ধার করে। সেখানে আটটি স্বর্ণের বার পাওয়া যায়।
এ ঘটনায় বিজিবির হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে দুজনকে আসামি করে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেন। উদ্ধার স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।