মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের ৭৬নং মেইন পিলারের কাছে শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ওই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে পাড়ি জমান ১২ বাংলাদেশি নাগরিক। তাদের ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের কাছে সোপর্দ করে। বিএসএফ আটকদের বিষয়ে বিজিবিকে জানায়। দর্শনা জয়নগর সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: অনুপ্রবেশকারী দুই বাংলাদেশি নারীকে ফেরত দিলো বিএসএফ
পতাকা বৈঠকে দর্শনা কম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম ও বিএসএফের পক্ষে ৩২ বিএসএফ ব্যাটালিয়ন গেদে কোম্পানি কমান্ডার এ সি সুরন্দার সিং উপস্থিত ছিলেন।
অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশিকে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। এদের মধ্যে ৯ পুরুষ, দুই নারী ও এক শিশু রয়েছে।