সীমান্ত এলাকায় পূজা উদযাপনে কোনো হুমকি নেই: লে. কর্নেল জাব্বার আহমেদ

১ দিন আগে
সীমান্ত এলাকায় পূজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন সরাইল ২৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা আখাউড়া উপজেলার শ্রী শ্রী রাধামাধব আখড়া পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।


এ সময় তিনি জানান, সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পূজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পূজা উদযাপনে আমরা দশমীর পরের দিন পর্যন্ত কাজ করে যাবো।

 

আরও পড়ুন: গুজব মনিটর করছি: কাইয়ুম


এ সময় শ্রী শ্রী রাধামাধব আখড়ার সভাপতি চন্দন কুমার ঘোষ, পূজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ, সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু, পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জুটন বনিক সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পরে বিজিবির ওই কর্মকর্তা অন্যান্য মন্দির পরিদর্শনে যান।

]]>
সম্পূর্ণ পড়ুন