সীতাকুণ্ডে মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

১ সপ্তাহে আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে সিএনজিচালিত অটোরিকশায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মা মেয়ের মৃত্যু।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সীতাকুণ্ড পৌরসভার  ওয়াবদা রোড গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনায় নিহতরা হলেন- মাকসুদা বেগম (৪৫), মেয়ে সানজিদা সুলতানা (২৫)। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা বাজারের টিএনটি এলাকায়।

আরও পড়ুন: রেলসেতুতে ট্রেনে কাটা পড়ে ঝুলছিল নারীর মরদেহ

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী  বলেন, অটোরিকশাটি রেলগেট অতিক্রম করার সময় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা মা ও মেয়ে গুরুতর আহত হন। 


পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন