বৃহস্পতিবার (৮ মে) ১৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত ৭ মে (বুধবার) বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন সিলেটের জৈন্তাপুর বিওপি’র টহল দল সারিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪ টি মহিষ আটক করা হয়। বিজিবি জানায়, আটক মহিষের আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ ৮০ হাজার টাকা।
আরও পড়ুন: ঠাকুরগাঁও সীমান্তে ভারত থেকে আসা ১০ বাংলাদেশি আটক
এছাড়াও বৃহস্পতিবার (৮ মে) সিলেটের কানাইঘাট উপজেলার সুরাইঘাট এবং জৈন্তাপুর উপজেলার লালাখাল বিওপির পৃথক আরেকটি আভিযানিক টহল দল জৈন্তাপুর এবং কানাইঘাট সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ৮৮ বোতল বিদেশি মদ এবং ভারতীয় ৮৪ হাজার পিস পাতার বিড়ি আটক করে। আটককৃত মদ ও বিড়ির আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা এবং আটককৃত ভারতীয় মহিষ, মদ ও বিড়ির সর্বমোট বাজারমূল্য প্রায় ৬৮ লাখ ৮০ হাজার টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।