শনিবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শনিবার ভোররাতে— গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি অভিযানিক দল সিলেটের গোলাপগঞ্জের রনকেলি নুরুপাড়া এলাকার একটি বসতবাড়ির ঝোপঝাড় থেকে ৬০ রাউন্ড গুলিসহ পরিত্যক্ত দুটি এয়ারগান উদ্ধার করে।
প্রাথমিকভাবে এটি বিদেশি এয়ারগান বলে জানা গেছে এবং অস্ত্রগুলো সচল অবস্থায় ছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারগান দুটি গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চার জেলার দুর্গম চরে অপারেশন ‘ফাস্ট লাইট’, গ্রেফতার ৬৭
তিনি জানান, সিলেট বিভাগে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
গত ৫ আগস্ট ২০২৪ থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক এবং ১৮টি ডেটোনেটর উদ্ধার করতে সক্ষম হয়েছে র্যাব-৯।

১ দিন আগে
১






Bengali (BD) ·
English (US) ·