শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পরিচালিত অভিযানে আনুমানিক ৩৫ একর সরকারি জমি উদ্ধার এবং ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম নির্দেশে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ। অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মো. আলীম উল্লাহ খান, সরকার মামুনুর রশীদ উপস্থিত ছিলেন। অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ আনসার বাহিনী সহযোগিতা করে।
আরও পড়ুন: সিলেটে ভারত থেকে আনা ৬০০ কেজি অবৈধ পপিসিড জব্দ
সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব জানান, অভিযান চলাকালে সরকারি কাজে বাধা সৃষ্টি, রেজিস্ট্রেশনবিহীন অবৈধ দলিল তৈরি এবং জমি দখল সংক্রান্ত অপরাধে ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোসাদ্দেক হোসেন কোরেশী ও শাহজাহান ওমর। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সংশ্লিষ্ট চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·