সিলেটে ভারতীয় পণ্যের চোরাচালান যেন থামছেই না। দিনের আলো শেষ হতেই রাতের অন্ধকারে চোরাকারবারিরা নগরীর বিভিন্ন এলাকায় তাদের কার্যক্রম শুরু করে। এই চোরাচালান প্রধানত এয়ারপোর্ট থানার ছালিয়া সাকি এলাকায় বেশি লক্ষ্য করা যায়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন ছালিয়া সাকি এলাকার কোম্পানীগঞ্জ বাইপাসের পাগলামোড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ১৩৭ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় ফেনসিডিল পরিবহনের জন্য ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি গাড়িও জব্দ করা হয়।
আরও পড়ুন: বিশেষ অভিযানে আরও ১৫৬১ জন গ্রেফতার
পুলিশ জানায়, চেকপোস্ট দেখে সিএনজিতে থাকা ২-৩ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ সিএনজিটি তল্লাশি করে পেছনের সিট থেকে হলুদ রঙের প্লাস্টিকের ব্যাগে রাখা ১৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এছাড়া সিএনজি থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং পলাতক আসামিদের ধরার জন্য অভিযান চলছে।
]]>