সিলেটে ১২ লাখ টাকার ভারতীয় চা-পাতার চালান জব্দ

৩ সপ্তাহ আগে
সিলেটে এবার পুলিশের অভিযানে ভারতীয় চা-পাতার চালান জব্দ করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) রাত ২টার সময় চা-পাতার চালানটি কাভার্ডভ্যানভর্তি করে জকিগঞ্জ থেকে সিলেট আসার পথে কানাইঘাট থানা পুলিশের হাতে জব্দ হয়।


জানা গেছে, কানাইঘাট থানা পুলিশ ৩ নম্বর দিঘীরপাড় ইউনিয়নের সাতবাক মাদ্রাসার সামনে চেকপোস্ট পরিচালনাকালে ভরতীয় চোরাচালানের এ চা-পাতাসহ একজনকে পুলিশ আটক করে। চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি থেকে
মোট ৮০ বস্তায় ৪ হাজার কেজি চা পাতা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।


আরও পড়ুন: প্রুনিংয়ে নতুন স্বপ্ন বুনছে পঞ্চগড়ের চা চাষিরা


বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল।


তিনি জানান, সোমবার রাত (২০ অক্টোবর) ২টার সময় কাভার্ডভ্যানসহ ওই ভারতীয় চা-পাতা আটক করা হয়েছে এবং অনুসন্ধানের পর মামলার প্রস্তুতিও নেয়া হচ্ছে বলে।

]]>
সম্পূর্ণ পড়ুন