বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট স্টেডিয়াম ক্যাম্পের অধিনায়ক মেজর মোবিন অর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।
জানা গেছে, সেনা দল সিলেট নগরীর বন্দরবাজার লালদিঘীরপার হকার্স মার্কেট এলাকায় দুটি গুদাম চিহ্নিত করে। তবে গুদাম মালিকরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেনা সদস্যরা তালা ভেঙে গুদামে প্রবেশ করলে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের মজুদ দেখতে পান। এসব পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, চুড়িদার ও থ্রি-পিস উল্লেখযোগ্য।
আরও পড়ুন: যশোরে বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় পণ্য জব্দ
মেজর মোবিন গণমাধ্যম কর্মীদের জানান, জব্দ করা পণ্যের মূল্য নির্ধারণ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজিবির হাতে তুলে দেয়া হবে। তবে ধারণা করা হচ্ছে, জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা।
অভিযানে থাকা সৈনিক আব্দুল হামিদ বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ আমদানিকারকরা পালিয়েছেন। কাউকে আটক করা যায়নি।’
তিনি জানান, অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।