শনিবার (২২ মার্চ) আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে বংশাল থানাধীন চানখারপুল চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-১০ যৌথ অভিযান পরিচালনা করে ঢাকার বংশাল থানাধীন ৭৮/৩সি নাজিমউদ্দিন রোড, চানখারপুল চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মো. হুমায়ুন আহম্মদ সিলেটের গোয়াইনঘাট থানার ছৈলাখেল ৮ম খণ্ড এলাকার ডা. আব্দুল কাদিরের ছেলে।
আরও পড়ুন: ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যাচেষ্টা মামলার কয়েদির মৃত্যু
এদিকে রোববার (২৩ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার আসামিকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান অভিযান অব্যাহত থাকবে।