শুক্রবার (১ আগস্ট) আনুমানিক দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. জিসান আহমদ। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। এ দুর্ঘটনায় মো. হাসান নামে একজন আহত হয়েছেন।
আরও পড়ুন: মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ব্যবসায়ী নিহত
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আনিসুর রহমান বলেন, ওই দুজন মোটরসাইকেলযোগে সাদাপাথর ঘুরতে যাচ্ছিলেন। যাওয়ার পথে বড়শালা এলাকায় সড়কের ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই জিসান মারা যান। আহত হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।