এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয় সোমবার (২০ অক্টোবর)। সিলেট নগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও নাগরিক জীবনে স্বস্তি ফেরাতে এই নির্দেশনা দেয়া হয়।
সিলেট নগরীর ফুটপাত ও রাজপথ আবারও দখল করে নেন সিএনজিচালিত অটোরিকশা চালক, মোটরসাইকেল ভ্যান ও লেগুনা চালকরা। এতে অবস্থা হয় আরও ভয়াবহ। এ সমস্যা থেকে উত্তোরনের জন্য এবার কঠোর ব্যবস্থার কথা ঘোষণা করেছে মহানগর পুলিশ।
প্রথম নির্দেশনাটি হচ্ছে রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু থেকে অন্তত ২৫ গজ পর্যন্ত যানবাহন পার্কিং করা যাবে। এর ব্যাখ্যায় বলা হয়েছে, নগরীর যেকোনো মোড় বা ক্রসিংয়ের নিকটবর্তী স্থানে যানবাহন থামানো বা পার্কিং কঠোরভাবে নিষিদ্ধ। পরের নির্দেশনাটি হচ্ছে, দুই লেনের সড়কে পার্কিং করা যাবে না। মানে সরু সড়কের মধ্যপথে কোথাও গাড়ি দাঁড় করিয়ে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।
আরও পড়ুন: সিলেটে অবৈধ ১৪ চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
আর সর্বশেষ নির্দেশনা হচ্ছে, নির্ধারিত পার্কিংয়ে মাত্র একটি লাইনে অনুমোদিতসংখ্যক যানবাহন রাখতে হবে। একাধিক সারিতে অনুমোদিতসংখ্যক গাড়ির অতিরিক্ত পার্কিং করলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণাও এসেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ আইনের ২৭(১) ধারা অনুযায়ী ফুটপাত বা সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। এই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। নগরবাসীর দুর্ভোগ নিরসনে এসব নির্দেশনা বাস্তবায়নে সবার সহযোগিতাও চেয়েছে পুলিশ প্রশাসন।

৩ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·