সিলেটে মহালয়া উপলক্ষে বার্ষিক উৎসব শুরু

৩ সপ্তাহ আগে
প্রতি বছরের মতো এবারো দেবী মহামায়ার আবির্ভাব তিথি ও শুভ মহালয়া উপলক্ষে সিলেটে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার পর্দা উঠেছে।

এ অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ৩৪ বছরে শেষ করে ৩৫ বছরে পদার্পন করলো। সনাতন ধর্মাল্বীদের টানা চারদিনের কর্মসূচিতে রয়েছে, চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা, চণ্ডীপাঠ ও গীতাপাঠ, রক্তদান ও মহাপ্রসাদ বিতরণ।
 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মহালয়ার শুরু হওয়ার আগ মুহূর্তেই  সিলেটে মহামায়ার আর্বিভাব তিথি পবিত্র মহালয়া উদযাপন করতে তিথির চারদিন আগেই সব ধরনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। চার দিনব্যাপী অনুষ্ঠানকে কেন্দ্র করে সিলেটে সাজ সাজ রব দেখা যায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে।মহামায়াকে বরণ করে নিতেই এমন আয়োজন হয় সিলেটেই। সব বয়সের পূণ্যার্থী সমবেত হন মন্দিরে। শ্লোক ও নৃত্যের মধ্য দিয়ে এমন আয়োজনে মুগ্ধ পুণ্যার্থীরা।

আরও পড়ুন: দুর্গাপূজা / নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে ভারতীয় চাল আমদানি, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

বর্ণাঢ্য এ আয়োজন সফল করতে বৃহস্পতিবার সকালে মহানগরীর মিরাবাজারে শ্রী শ্রী বলরাম জিউর আখড়ায় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। 


অনুষ্ঠানমালার উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন ও আশ্রম সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দনাথানন্দজী মহারাজ।তিনি দেবীপক্ষের সূচনায় দুর্গা দেবীকে আবাহন করেন এবং সবার মঙ্গল কামনায় সকলের সাথে  প্রার্থনায় অংশগ্রহণ করেন।


উৎসবের ২য় দিন ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় মাতৃসংগীত প্রতিযোগিতায় ক বিভাগ- ১ম হতে ৩য় শ্রেণি, খ বিভাগ- ৪র্থ হতে ৬ষ্ঠ ও গ বিভাগ- ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হবে।


উৎসবের ৩য় দিন ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় শ্রীশ্রী চণ্ডীপাঠ প্রতিযোগিতা এবং বিকেল ৪টায় মহালয়া উদযাপন পরিষদ, শ্রীহট্টের সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


উৎসবের শেষ দিন ২১ সেপ্টেম্বর রোববার অনুষ্ঠানের সমাপনী দিনে সকাল ৮টায় শ্রীশ্রী চণ্ডীমায়ের পূজা, সাড়ে ৮টায় শ্রীমা সারদা সংঘ সিলেটের পরিবেশনায় সমবেত চণ্ডীপাঠ এবং শিশু কিশোরদের পরিবেশনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:  এক মণ্ডপেই দুই শতাধিক প্রতিমায় দুর্গোৎসবের প্রস্তুতি

মহালয়ার বার্ষিক উৎসবে বৃহত্তর সিলেটের দল মত নির্বিশেষে মহামায়ার সব ভক্ত সজ্জনদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন পরিষদের প্রধান সমন্বয়কারী শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, সভাপতি অ্যাপেক্সিয়ান জি.ডি. রুমু ও সাধারণ সম্পাদক ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার দীপক কুমার দাশ।
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট এর উদ্যোগে টানা চারদিন চলবে এ কর্মযজ্ঞ। সমবেত চণ্ডীপাঠ ও প্রার্থনার মধ্য দিয়ে সব জাতির শান্তি কামনায় করবেন পুণ্যার্থীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন