হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন তরুণ প্রথমে হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে। পরে তারা অ্যাম্বুলেন্সটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের কর্মী জুনাইদ জানান, 'শামসুদ্দিন আহমদ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৩টা ১৫ মিনিটের সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং ৩টা ৪৮ মিনিটের সময় গাড়িটি স্টেশনে ফিরে আসে।'
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পার্কিং করা মিনিবাসে আগুন
এর কিছুক্ষণ পর, রাত ৩টা ৫০ মিনিটের দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। ফায়ার সার্ভিসের অপর একটি গাড়ি রাত ৩টা ৫০ মিনিটে স্টেশন থেকে বের হয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে এবং রাত ৪টা ৫০ মিনিটে স্টেশনে ফিরে আসে।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·