শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করে ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে দলটি।
গণ অধিকার পরিষদের সিলেট জেলা শাখার পক্ষ থেকে শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলার অগ্রসৈনিক শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সিলেট ভারতীয় হাইকমিশনার ঘেরাও করা হবে।
আরও পড়ুন: ৭ দিনের সখ্যে হাদিকে হত্যার মিশন বাস্তবায়ন, যেভাবে দেশ ছাড়ে ফয়সাল
কর্মসূচিকে ঘিরে সিলেট নগরীর বন্দরবাজার এলাকা কুদরত উল্লাহ জামে মসজিদে জমায়েত হয়ে জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মিছিল শুরু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে, আজ দুপুর আড়াইটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘শহীদ শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ, ভারতীয় আধিপত্যবাদ ও পতিত ফ্যাসিস্টের অরাজকতা প্রতিরোধে’ প্রতিরোধ ও বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে। ‘বিপ্লবী সাধারণ ছাত্র- জনতা, সিলেটের’ ব্যানারে এই সমাবেশ ডাকা হয়েছে।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা।

৬ ঘন্টা আগে
২





Bengali (BD) ·
English (US) ·