সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে ছুরিকাঘাত

১ দিন আগে
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সংগঠক তানভীর ছুরিকাহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন স্কুলের পাশে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত তানভীরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার বাম পায়ের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

 

আরও পড়ুন: গোলাপগঞ্জে ঝোপে পাওয়া গেল অর্ধগলিত ঝুলন্ত মরদেহ

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহত তানভীর এখন আশঙ্কামুক্ত। তাকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন