সিলেটে বৃষ্টি উপেক্ষা করে অনুশীলনে বাংলাদেশ ও নিউজিল্যান্ড 'এ' দল

৫ দিন আগে
দেশজুড়ে তাপদাহ চললেও মঙ্গলবার (১৩ মে) সারাদিন সিলেটে মেঘলা আকাশ বিরাজ করেছে। একটু পর পর আকাশ দিচ্ছিল বৃষ্টির আগাম বার্তা। তবে এই আবহাওয়াতেই টেস্ট সিরিজের শেষ প্রস্তুতি সেরে নিয়েছেন নুরুল হাসান সোহানরা।

আগামীকাল (১৪ মে) সিরিজের প্রথম ৪ দিনের টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড 'এ' দল। সেই ম্যাচকে সামনে রেখে আজ শেষদিনের মতো অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। নেটে ব্যাটিং করেছেন মাহমুদুল হাসান জয়, মাহিদুল অঙ্কন এবং এনামুল হক বিজয়। বোলিং-ফিল্ডিংয়েও বাড়তি মনোযোগ ছিল সোহানদের। নেটে এদিন বোলিং করেছেন ইবাদত হোসেন, খালেদ আহমেদ এবং নাসুম আহমেদ।

 

ওয়ানডে সিরিজে কিউইদের ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া টাইগাররা। উইকেট এবং আবহাওয়া যেমনই থাকুক না কেন যেকোনো পরিস্থিতিতে খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ওপেনার জাকির হাসান।  

 

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ

 

বাংলাদেশ দল মেঘলা আবহাওয়াতে অনুশীলন করলেও কিউইদের অনুশীলনের সময় নামে জোর বৃষ্টি। বৃষ্টিতে গ্রাউন্ড ১ এবং গ্রাউন্ড ২ দুটোকেই ঢেকে রাখা হয়। এক ঘণ্টা বৃষ্টি থামার অপেক্ষা করে আউটার স্টেডিয়ামের নেটে হালকা অনুশীলন করে সফরকারীরা।

 

বৃষ্টি শেষে মাঠ প্রস্তুত করতে পরিশ্রম শুরু করেন কিউরেটররা। কারণ সবকিছু ঠিক থাকলে এই মাঠেই বুধবার (১৪ মে) সকাল ১০টায় শুরু হবে সিরিজের প্রথম ৪ দিনের টেস্ট। 

]]>
সম্পূর্ণ পড়ুন